প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ২২:৪৬
প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২)। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে গাড়ির চালকসহ তিনজনকে, যাদের ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ মিলেছে।
|আরো খবর
নিহত মুহতাসিম মাসুদ বুয়েটের সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দুর্ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু ও সহপাঠী অমিত সাহা (২২) এবং মেহেদী হাসান (২১)।
প্রাথমিক তদন্তে মাদকাসক্তি ও গাফিলতির প্রমাণপুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চালক মুবিন আল মামুন (২০) মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুনের ছেলে। তার সাথে আটক হয়েছেন মিরাজুল করিম (২২) এবং আসিফ চৌধুরী (২২)। গাড়ি তল্লাশিতে মদের খালি বোতল ও বিয়ারের ক্যান পাওয়া গেছে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে করা ডোপ টেস্টে তাদের মাদকাসক্তি নিশ্চিত হয়েছে।
ঘটনার বিবরণসহপাঠী ফাইয়াজ জানান, মুহতাসিম ও তার দুই বন্ধু রাতে মোটরসাইকেল নিয়ে ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান। পথে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় তিনজন গুরুতর আহত হন। পথচারীদের সহযোগিতায় তাদের কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে মুহতাসিমকে মৃত ঘোষণা করা হয়। আহতদের একজনকে ঢাকা মেডিকেল এবং অন্যজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইনানুগ ব্যবস্থারূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক ও যাত্রীরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। নিহত ও আহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
বুয়েট ক্যাম্পাসে শোকের ছায়াএ ঘটনায় বুয়েট শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীরা এ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।